সুদর্শন- যশস্বীর অর্ধশতরান, পন্থের চোট নিয়ে উদ্বেগ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

চতুর্থ টেস্টের শুরুটা ভালো করেও কিছুটা হলেও দিন এসেছে চাপে ভারত। সৌজন্যে পন্থের চোট। ম্যাঞ্চেস্টারে টসে হেরে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারতীয় দলে তিন পরিবর্তন করে টিম ম্যানেজমেন্ট। করুণ নায়ারের পরিবর্তে দলে ঢুকলেন সাই সুদর্শন।চোটের জন্য এই ম্যাচে পাওয়া যায়নি নীতীশ কুমার রেড্ডি এবং আকাশ দীপকে। তাঁদের বদলে সুযোগ পান শার্দূল ঠাকুর এবং অংশুল কম্বোজকে।

ভারতীয় দলে ইনিংসের সূচনা টা ভালো হবেই করেছিলেন দুই ওপেনার কে রাহুল এবং যশস্বী। অর্ধ শতরানের পার্টনারশিপ তৈরি করেন দুইজনে।

একবার আউট হতে হতে বেঁচে যান যশস্বী। তবে উইকেট পড়তে দেননি। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত তোলে বিনা উইকেটে ৭৮। কে এল রাহুল ব্যাট করছিলেন ৪০ রানে। আর যশস্বী জয়েসওয়াল ব্যাট করছিলেন ৩৬ রানে। লাঞ্চের প্রথম উইকেট হারায় ভারত। ওকসের বলে দ্বিতীয় স্লিপে ক্রলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রাহুল (৪৬)।৯৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন যশস্বী। শেষ পর্যন্ত ৫৮রানে আউট হলেন তরুণ ওপেনার। ব্যর্থ হলেন গিল ১২ রানে আউট হলেন।। স্টোকসের বলে এলবিডব্লিউ হলেন ভারত অধিনায়ক

দুরন্ত ছন্দে থাকার সময় পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন পন্থ। ৬৭.৪ ওভারে ক্রিস ওকসের ইয়র্কার লেংথের বলে রিভার্স সুইপ মারার চেষ্টা করেন। কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। ব্যাটের নীচের দিকে বলটা লেগে তাঁর ডানপায়ের বুটে আছড়ে পড়ে। এমনই অবস্থা হয় যে হাঁটতেও পারছিলেন না। গাড়ি করে তাঁকে বের করে নিয়ে যেতে হয়।

চোট পেয়ে ইনিংসের মাঝ পথেই মাঠ ছাড়তে বাধ্য হলেন ঋষভ পন্থ। এই টেস্টে তাঁকে আর পাওয়া যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এরপরই ৬১ রান করে আউট হলেন সাই। এই প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ২৫৮/৪।