Published by Subrata Halder, 20 June 2025, 08:16 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
অধিনায়ক হিসেবে টেস্টে অভিষেক হল শুভমান গিলের। প্রথম ম্যাচেই অবশ্য টসে হারলেন গিল
টসের পর প্রথম একাদশ জানাল অধিনায়ক গিল। দলে তেমন বড় চমক নেই। প্রত্যাশাকে সত্যি করেই লিডসে অভিষেক হল ফর্মে থাকা সাই সুদর্শনের। তিনি তিন নম্বরে ব্যাট করবেন। ২০১৭ সালের পর টেস্ট খেলতে নামছেন করুণ নায়ারও।
টসের সময় গিল বলেন, এই পিচে ব্যাট করতে অসুবিধা হবে না ভারতীয় ব্যাটারদের । প্রথম সেশন কাটাতে পারলেই ভালো রান উঠবে।
দীর্ঘদিন পর টেস্ট ম্যাচ খেলতে নামার আগে নায়ার বলেন, ভোরবেলা ঘুম থেকে ওঠা শুধু আমার অভ্যাস নয়। একটা কারণও রয়েছে। সকালে উঠে আমার মাথায় প্রথম আসে, আমাকে আবার টেস্ট খেলতে হবে। এই বিশ্বাসটাই আমাকে তাড়িয়ে নিয়ে গিয়েছে।
২০১৭ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন করুণ। তার পর আট বছর জাতীয় দলের বাইরে। গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে দুরন্ত খেলেছেন নায়ার।
এদিকে ঘরোয়া ক্রিকেটে দল বদল করলেন নায়ার। আসন্ন মরশুমে বিদর্ভের বদলে কর্নাটকের হয়ে খেলতে দেখা যাবে করুণকে। অন্যদিকে, বিদর্ভ ছাড়তে চলেছেন জিতেশ শর্মাও। তিনি বরোদামুখী
ভারতের প্রথম একাদশ এর তালিকা এই রকম, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।