প্যারিসে মোদীর সঙ্গে বৈঠকে সুন্দর পিচাই, ভারতে এআই সম্ভবনা নিয়ে কথা

Sundar Pichai Meets with Modi in Paris, Discusses AI Potential in India

বঙ্গবার্তা ব্যুরো,
প্যারিসে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সামিটের ফাঁকেই বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুগল কর্তা সুন্দর পিচাই।জানা গেছে বৈঠকে দুজনের মধ্যে ভারতের ডিজিটাল রূপান্তর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পিচাইয়ের সঙ্গে বৈঠকে ভারতের ‘এআই সম্ভবানা’ নিয়েও কথা হয় মোদীর। ভারতের ‘ডিজিটাল রূপান্তরে’ গুগল কীভাবে অবদান রাখতে পারে তা নিয়ে বৈঠকে কথা বলেন সুন্দর পিচাই।মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকশন সামিট’-এর যৌথ সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মোদী।

সুন্দর পিচাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আজ প্যারিসে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে দারুন লাগল।ভারতের ডিজিটাল রূপান্তরে আমরা কীভাবে একসঙ্গে কাজ করতে পারি তা নিয়ে আমরা আলোচনা করেছি।”
প্যারিসের আগে নরেন্দ্র মোদী এবং পিচাইয়ের মধ্যে শেষ বৈঠকটি হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী এআইয়ের জন্য একটি বৈশ্বিক কাঠামোর পক্ষে পরামর্শ দেন। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে মানুষকে ‘দক্ষ’করে তোলা প্রয়োজন।

16:02