বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
খালিদ জামিলের কোচিংয়ে শুরু হয়েছে ভারতীয় দলের শিবির। কিন্তু নতুন কোচের অধীনে জাতীয় দলে ডাক পেলেন না অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী। জাতীয় শিবিরে ডাক পাওয়া সম্ভাব্য দলে গোলকিপার গুরপ্রীত ও ফরোয়ার্ড রহিম আলির প্রত্যাবর্তন ঘটলেও নাম নেই সুনীল ছেত্রীর। আগের কোচ মানোলো মারকোয়েজ অবসর ভাঙিয়ে সুনীলকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছিলেন। খালিদের সম্ভাব্য তালিকায় সুনীলের নাম নেই। ফলে মনে করা হচ্ছে সুনীলের আন্তর্জাতিক কেরিয়ার শেষ।
বেঙ্গালুরুতে শিবির চলবে ২৫ আগস্ট পর্যন্ত। তারপর হিসোরের উদ্দেশ্য রওনা হবে ভারতীয় দল ২৯ আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচ খেলতে।জাতীয় দলের কোচ হিসেবে খালিদের প্রথম পরীক্ষা কাফা নেশনস কাপ।২৯ তারিখ থেকে শুরু হতে চলেছে কাফা নেশনস কাপ। এই টুর্নামেন্টে থেকেই জাতীয় দলের ডাগআউটে বসতে দেখা যাবে খালিদকে। ভারত রয়েছে গ্রুপ ডি’তে। এই টুর্নামেন্টে ভারত তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে।অক্টোবরে ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটো গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ রয়েছে।
অক্টোবরের ৯ এবং ১৪ তারিখ সিঙ্গাপুরের বিরুদ্ধে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে ভারত। ম্যাচগুলিতে ভালো ফলফল করাই প্রধান চ্যালেঞ্জ খালিদের।
২২ জন শিবিরে যোগ দিয়েছেন তাঁরা হলেন, অমরিন্দার সিং, গুরপ্রীত সিং, ঋত্বিক তেওয়ারি(গোলকিপার), আকাশ মিশ্র, অ্যালেক্স সাজি, বরিস সিং, চিঙ্গলেসানা সিং, মিংথাংমাইওয়া রালতে, রাহুল বেকে, রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান, সুনীল বেঞ্চামিন( ডিফেন্ডার), আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক, নিখিল প্রভু, রাহুল কেপি, সুরেশ সিং, উদান্তা সিং(মিডফিল্ডার), ইরফান ইডওয়াড, লালিয়ানজুয়ালা ছাংতে, রহিম আলি, বিক্রম প্রতাপ(ফরোয়ার্ড)। উল্লেখ্য দুই প্রধানের ১৩ জন ফুটবলার ডুরান্ড কাপের পর জাতীয় দলের শিবিরে যোগ দেবেন।