দেশজুড়ে সরকারি চাকরি ক্ষেত্র নিয়ে উদ্বেগ শীর্ষ আদালতের

Supreme Court concern on government jobs in India

বঙ্গবার্তা ব্যুরো,

সরকারি চাকরি

সরকারি চাকরি নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। তারা বলেছে স্বাধীনতার ৮০ বছর পরেও দেশের যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা যায় নি।


সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ এক মামলার পর্যবেক্ষণে এ কথা বলেছেন। তারা বলেছেন এটা দেখা যাচ্ছে যে দেশের স্বাধীনতার ৮০ বছর পেরিয়ে গেলেও যোগ্য ব্যক্তিদের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা যায় নি। আদালতের পর্যবেক্ষণ, সরকারি চাকরি এত কম যে যোগ্য প্রার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন। দেশে যোগ্য প্রার্থীর অভাব নেই।


সুপ্রিম কোর্ট বিহারের এক মামলা শোনার সময় এই মন্তব্য করে। পাটনা হাইকোর্ট এক মামালায় রাজ্য সরকারের এক নির্দেশকে অসাংবিধানিক বলে উল্লেখ করে। সেই মামলাই এখন শীর্ষ আদালতে।


বিহার সরকার এক আদেশে জানায়, চৌকিদার পদ বংশানুক্রমিক ভাবে পাওয়া যায়। সরকার বলে যিনি ওই পদে কাজ করছেন তিনি তাঁর উত্তরাধিকারী বেছে নেওয়ার সুযোগ পাবেন। পাটনা হাইকোর্ট এই বিধিকে অসাংবধানিক বলে। যা শেষ পর্যন্ত সুপ্রিম কো্টে যায়। শীর্ষ আদালতও হাইকোর্টের রায় কে বহাল রাখে এবং তাদের পর্যবেক্ষণে সরকারি চাকরি নিয়ে ওই কথা বলে।


এদিকে সুপ্রিম কোর্ট এমন একটা সময়ে সম্পুর্ণ অন্য রাজ্যের মামলায় যে মন্তব্য করেছে তা এই রাজ্যের ক্ষেত্রেও মিলে যাচ্ছে। এই মুহূর্তে রাজ্য রাজনীতি যোগ্য- অযোগ্য বিতর্কে সরগরম। সেই সময়েই শীর্ষ আদালত সরকারি চাকরি থেকে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করলেন।

21:19