বঙ্গবার্তা ব্যুরো,
কাজের ইচ্ছে হারিয়ে ফেলছেন মানুষ। বিনামূল্যে রেশন, বাড়ি পেয়ে তাঁদের কাজার ইচ্ছেই চলে যাচ্ছে। সুপ্রিম কোর্টে বুধবার ্বিচারপতি বি আর গাবাই এবং অগাস্টিন জর্জ মসিহর বেঞ্চ নিজেদের পর্যকবেক্ষণে এ কথা বলেছে। বিচারপতিরা বলেন নির্বাচনের আগে বিনেমূল্যে যে সব প্রকল্পের ঘোষণা করা হয় তাতে মানুষ কর্ম বিমুখ হয়ে পড়ছেন। শহরে গৃহহীন মানুষের বাড়ির অধিকার সম্পর্কিত এক মামলার শুনানিতে আদালত এই কথা বলে।
গৃহহীন মানুষের অবস্থা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাতে সহমত প্রকাশ করেছে আদালত। বেঞ্চের অভিমত এই মানুষদের সমাজের মূলস্রোতে মিলিয়ে দিতে হবে। যাতে তাঁরা দেশের উন্নয়নে নিজেদের যোগদান দিতে সমর্থ হন।
কেন্দ্রীয় সরকারের পক্ষে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি। তিনি বলেন কেন্দ্র সরকার শহরের দারিদ্র দূরিকরণ মিশন শেষ করার পথে। এই মিশন শেষ হলে শহরের গরিব মানুষের বহু সমস্যা দূর হবে। যার মধ্যে মাথার ওপর ছাদের মতো বিষয়ও রয়েছে।
আদালত অ্যাটর্নি জেনারেলকে বলেন, কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে জানাতে এই শহুরে দারিদ্র দূরিকরণ মিশন শেষ করতে কত সময় লাগবে। এই মামলার পরের শুনানি হবে ছয় সপ্তাহ পরে।
খয়রাতি প্রকল্পে মানুষ কাজের ইচ্ছে হারিয়ে ফেলছেন পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/scc-696x392-1.avif)