Upload By K. Halder at 8th March 2025 ,02:06 PM
বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্য বনাম রাজ্যপাল টানাপোড়েন দেশে নতুন কোনও বিষয় নয়। রাজ্যপালের সঙ্গে দ্বন্দ্বে বার বার রাজ্য বিধানসভায় অনুমোদিত বিল আটকে থেকেছে রাজভবনে। এমনই ঘটছে তামিলনাড়ুতেও । সেখানে বিধানসভায় অনুমোদিত দশটি বিল রাজ্যপাল দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন বলে অভিযোগ।
রাজ্যপালের এই ভূমিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এম কে স্টালিনের সরকার।সেই মামলাতেই বিচারপতি জেবি পাদরিওয়াল এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জানায় দীর্ঘদিন এই ভাবে বিল ফেলে রাখা ঠিক নয়। রাজ্যপালের উচিত তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া।
বিচারপতিরা বলেন, সংবিধান অনুযায়ী রাজ্যপাল বিল ফের বিধানসভায় ফেরত পাঠাতে পারেন। তবে বিধানসভা যদি সেই বিল আবার একই অবস্থায় আবার রাজ্যপালের কাছে পাঠায় তাহলে তিনি সি বিলে সই করতে বাধ্য।
এছাড়াও তিনি যদি মন করেন কোন কাজ সংবিধান সম্মত ভাবে করা হয় নি তাহলে তিনি সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন । সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ সামনে আসার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেছেন এটা শুধু তামিলনাড়ুর নয় সারা দেশের জয়।