বঙ্গবার্তা। ব্যুরো,
আরজি কর কাণ্ডের মামলা কলকাতা হাই কোর্টে ফেরাতে চায় মৃত চিকিৎসকের পরিবার। এই মর্মে সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন নির্যাতিতার বাবা-মা। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলাটি উঠতে পারে।
আরজি কর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। তখনই উচ্চ আদালত থেকে হাই কোর্টে যাতে মামলা প্রক্রিয়া চলে সেই আবেদনও করা হয়েছিল। তখন অবশ্য নির্যাতিতার পরিবারের আবেদন গ্রহণ করেনি কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে আরজি কর কাণ্ডের মামলার তদন্ত। তাই সেই আবেদন গৃহীত হয়নি আদালতে। তার পরেও কেন একই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হল?