পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবী খারিজ সুপ্রিম কোর্টের

Supreme Court rejects President's Rule in West Bengal

Upload By K. Halder at 21th March 2025, 05:54 PM

বঙ্গবার্তা ব্যুরো,
আবার চর্চায় দেশের শীর্ষ আদালত। শীর্ষ আদালতের বিরুদ্ধে ইদানিং বিজেপির একাধিক নেতা কড়া মন্তব্য করে চলেছেন। এমনকি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও শীর্ষ আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই আবহেই এবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এর এক মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী আন্দোলনে ছড়িয়ে পড়েছে হিংসা। প্রান গেছে দুজনের। সেই ঘটনার জেরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আইনজীবী বিষ্ণুশংকর জৈন।

সেই মামালার শুনানিতে বিচারপতি বি আর গাভাই বলেন, আপনি কী চান এই আবেদন কার্যকর করার জন্য আমরা রাষ্ট্রপতিকে লিখিত নির্দেশ দিই। তিনি আরো বলেন এমনিতেই আমাদের বিরুদ্ধে অভিযোগ যে আমরা প্রশাসনিক বিষয়ে মাথা গলাচ্ছি। দয়া করুন। তিনি জানিয়ে দেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির নির্দেশ দেবেন না।

এই বি আর গাভাই আগামী মাসে দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। তার এই মন্তব্য সুপ্রিম কোর্টকে বিজেপি নেতাদের লাগাতার নিশানা করার জের বলেই মনে করা হচ্ছে।

19:53