মুম্বাই এর ধারাভি বস্তি পুনর্গঠন থাকছে আদানিদের হাতেই, রায় সুপ্রিমকোর্টের

বঙ্গবার্তা ব্যুরো,
খারিজ হয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহির সংস্থা সেকলিঙ্ক টেকনলজিস কর্পোরেশনের আবেদন। সুপ্রিম কোর্ট তাদের আর্জি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের ফলে মুম্বাই এর ধারাভি বস্তি পুনর্গঠন প্রকল্পের দায়িত্ব আদানিদের হাতেই থাকছে। ধারাভি বস্তি পুনর্গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক চাপান উতোর চলছিল। তারসঙ্গে জুড়ে যায় আইনি বিবাদ। সুপ্রিম কোর্টের রায়ে আপাতত আইনি বিবাদের অবসান হল বলে মনে করা হচ্ছে।
ধারাভিতে এই মুহূর্তে প্রায় দশ লাখ মানুষ বাস করেন। প্রায় ৬২০ একর জমিতে এই বস্তি। ধারাভি পুনর্গঠন প্রকল্পে কিন্তু সবাই ঠাঁই পাবেন না। জানাগেছে আদানিদের প্রকল্পে সাত লাখ মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। বাকি মানুষের কী হবে তা নিয়ে প্রশাসন নীরব।
মহারাষ্ট্রে রাজনৈতিক পালা বদলের পর অর্থাৎ একনাথ শিণ্ডে সরকার ক্ষমতায় আসার পর ধারাভি বস্তি পুনর্গঠন প্রকল্পের পুরোন বরাত বাতিল করে। নতুন করে দরপত্র চাওয়া হয়। এরপরেই এই প্রকল্প আদানিদের হাতে যায়।
এর বিরুদ্ধে আদালতে যায় সেকলিঙ্ক টেকনলজিস কর্পোরেশন। প্রথমে মুম্বাই হাইকোর্ট তাদের আর্জি খারিজ করে দেয়। এরপর তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেখানেও তাদের আবেদন খারিজ হয়ে যায়। আদালত বলে প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। কিছু রেল কোয়ার্টার ভাঙাও হয়ে গেছে। এই অবস্থায় স্থগিতাদেশ দেওয়া যায় না।