বঙ্গবার্তা ব্যুরো,
দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের মাত্র কদিনেই বিভিন্ন ক্ষেত্রে নানা সিদ্ধান্ত নিয়ে গোটা বিশ্বের নজর কেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক মাসেই কেন্দ্রীয় প্রশাসনে ব্যাপক সংস্কার আনার পাশাপাশি অসংখ্য পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এক মাসে ট্রাম্পের উদ্যোগগুলো বিভিন্ন আইনি চ্যালেঞ্জেরও মুখোমুখি হয়েছে। অবৈধভাবে আমেরিকায় আসা বিভিন্ন দেশের নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশের উপর চড়া শুল্ক চাপানোর সিদ্ধান্ত।কিন্তু নির্বাচনে জিতে এলেও তাঁর এই সব সিদ্ধান্ত কী দেশের মানুষ স্বাগত জানাচ্ছে? সদ্য প্রকাশিত এক সমীক্ষায় উঠে এল অন্যচিত্র।তাতে জানা যাচ্ছে ৫৭ শতাংশ মার্কিনি মনে করছেন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ট্রাম্প তাঁর সীমা ছাড়িয়ে গেছেন।
সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ইপসোসের পরিচালনায় করা এক সমীক্ষা অনুযায়ী, অনুযায়ী, মার্কিন ভোটারদের মধ্যে এক মাসের মধ্যেই ট্রাম্পকে সমর্থনের হার ৪৫ শতাংশে নেমে এসেছে। ৫৩ শতাংশ ট্রাম্পকে সমর্থন করছেন না বলে জানিয়েছেন। সমীক্ষার ফলাফলে প্রকাশ এই এক মাসে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ও কাজকে সমর্থন করছেন মাত্র ৪৩ শতাংশ মার্কিনি, তীব্র সমর্থন করেছেন ২৭ শতাংশ। পাশাপাশি ৪৮ শতাংশ এর বিরোধিতা করছেন। এর মধ্যে তীব্র বিরোধিতা করছেন ৩৭ শতাংশ। এই সমীক্ষা অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬২ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্প তার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেলেও কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ থাকায় তিনি সমর্থন পেয়ে যাবেন। অন্যদিকে ৫৬ শতাংশ মনে করেন, সীমা ছাড়িয়ে গেলে সুপ্রিম কোর্টই তাকে থামানোর চেষ্টা করবে।
ট্রাম্পের সিদ্ধান্তে সহমত নয় আমেরিকার অর্ধেকের বেশি মানুষ, উঠে এল সমীক্ষায়
