বঙ্গবার্তা ব্যুরো,
মমতার গড়েই তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইছেন শুভেন্দু অধিকারী।তার জন্য এখন থেকেই দলকে সক্রিয় করতে নিজে উদ্যোগী হয়েছেন। ভবানীপুর কেন্দ্রে এবারও মমতাই প্রার্থী হবেন ধরে নিয়েই দলকে চাঙ্গা করতে চাইছেন শুভেন্দু। ইতিমধ্যে তিনি ভবানীপুরে দলের কর্মী এবং স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মমতাকে হারানোর ইমেজ নিয়েই দলের কর্মীদের তিনি নেত্রীকে নিজের গড়েই সমানে সমানে পাল্লা দেওয়ার জন্য তৈরি করতে চাইছেন। শুভেন্দুর বৈঠকের পর দলের কর্মীরাও কিছুটা চাঙ্গা হয়েছেন বলেই বিজেপি সূত্রে খবর।
মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়তে গিয়ে বিজেপি কর্মীরা ্মানসিক ভাবে ঝিমিয়ে থাকেন।শুভেন্দু চাইছেন তাঁদের মানসিক ভাবে চাঙ্গা করে তুলতে। একই সঙ্গে তিনি ভবানীপুর বিধানসভার প্রতি বুথে বিজেপির এজেন্ট যাতে থাকে তার জন্য এখন থেকেই উদ্যোগ নিচ্ছেন।
শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর স্থানীয় বিজেপি কর্মীরাও স্বীকার করছেন এবার তাঁরা অনেক বেশি প্রত্যয়ের সঙ্গে লড়াই করতে পারবেন। এখন দেখার ভোটের দিন পর্যন্ত বিজেপি কর্মীদের এই মনোবল কতটা বজায় থাকে।
নিজের গড়েই মমতাকে কড়া চালেঞ্জে দিতে বৈঠকে শুভেন্দু
