দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে শুভেন্দু অধিকারীর পঞ্চবান

Suvendu Adhikari's Five Questions Before Attending Digha Jagannath Temple Inauguration

Upload By K. Halder at 28th April 2025, 08:29 AM

বঙ্গবার্তা ব্যুরো,
দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে আমন্ত্রণ রক্ষার জন্য পাঁচটি শর্ত বা প্রশ্নের উত্তর চাইলেন বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমাজ মাধ্যমে তিনি নিজের সেই পাঁচ প্রশ্ন তুলে ধরেছেন। তিনি বলেন, এই প্রশ্নগুলির সঠিক উত্তর পেলেই তিনি দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে যাবেন।
দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিরোধী দলনেতা।তার পরেই নিজের প্রশ্ন গুলি তিনি হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদীর উদ্দেশ্যে করেছেন।
তার প্রথম প্রশ্ন টেন্ডারের নথি অনুযায়ী এখানে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র তৈরি হয়েছে। আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান। তিনি বলেন তাহলে ঠিক কি হচ্ছে এখানে?
এই বিভ্রান্তি দূর করা হোক।
দ্বিতীয় প্রশ্ন, হিডকোর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে ভবিষ্যতেও হিডকো এই মন্দিরের দেখাশোনা করবে। তিনি জানতে চান হিডকোর চেয়ারম্যান কে? এখনও সেখানে ফিরহাদ হাকিমের নাম আছে। তাহলে আমন্ত্রণ পত্রে তার নাম নেই কেন ?
তৃতীয় প্রশ্ন, এই মন্দিরে ভক্তদের দান কোথায় যাবে? হিডকোর কোষাগারে যাবে নাকি মন্দিরের সম্পত্তি হিসেবে বিবেচিত হবে ? সংস্কৃতি কেন্দ্রে যারা কাজ করবেন তাদের কে নিয়োগ করবে ? ধর্মীয় ভাবে যারা হিন্দু নন তাদেরও কি এখানে নিয়োগ করা হবে ?
তার শেষ প্রশ্ন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দির গড়ে তোলা হয়েছে বলে তিনি শুনেছেন। তাহলে কি এখানেও পুরীর মন্দিরের মতো হিন্দু ছাড়া অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হবে ?
শুধু প্রশ্ন করেই ক্ষান্ত হননি শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যদি এর জবাব না দেওয়া হয় তাহলে বুঝতে হবে সরকার মানুষের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে প্রতারনা করছে। আর জবাব পেলে তিনি নিশ্চয়ই আমন্ত্রণ রক্ষা করতে যাবেন।

07:33