রামনবমী উদযাপন নিয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্যে রামনবমী উদযাপন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলায় বহুদিন ধরে দুর্গোৎসব, জগদ্ধাত্রী পূজা, বাসন্তী পূজা এবং রামনবমী পালিত হয়ে আসছে। এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
তার অভিযোগ, মুখ্যমন্ত্রী একাধিকবার রামনবমী উৎসব বন্ধ করতে পুলিশকে ব্যবহার করেছেন, এমনকি আদালত পর্যন্ত যেতে হয়েছে। ত ব্যারাকপুরে “জয় শ্রীরাম” ধ্বনিকে মুখ্যমন্ত্রী অপমানজনক শব্দ হিসেবে চিহ্নিত করেছিলেন এবং অতীতে এই স্লোগান শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আমি যখন গাড়ি থেকে নেমে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনলাম, তখন মুখ্যমন্ত্রী পুলিশের আধিকারিকদের গ্রেফতার করার ক্ষমতা দেওয়ার কথা বলেছিলেন। এক আনন্দের ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে তিনি সমস্যা তৈরি করছেন।
তার অভিযোগ, ২০২৩ সালের রামনবমীতে হুগলি, হাওড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে, একে তিনি পরিকল্পিত বলে দাবি করেন। শুভেন্দুর দাবী শাসক দল এবং প্রশাসন, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের ওপর দায় চাপিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। অথচ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে, যা হিন্দু ধর্মের প্রতি ব্যঙ্গাত্মক মন্তব্য।
মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যাতে রামনবমীর শোভাযাত্রা কোনো মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে না যায়। তিনি প্রশ্ন তোলেন, “এটি কি কোনো মুসলিম নেতা বলেছেন? অন্য সম্প্রদায়ের কোনো ধর্মপ্রচারক বলেছেন? না, এটি বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন!”
শুভেন্দু অধিকারী দাবি করেন, বজবজের লক্ষ্মীপূজায়, বেলডাঙার সরস্বতী পূজায় এবং সাঁইথিয়ায় পুলিশ প্রশাসন ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে ঘটনার ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে। রাজ্যে রামনবমী উদযাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।
তার দাবী, রামনবমীর উৎসব নিয়ম মেনেই হবে, নতুন কোনো ফর্ম ফিলআপের প্রয়োজন নেই। আমরা লিগাল প্রোটেকশন দেবো। গত বছরের মতোই উৎসব পালন করা হবে। আমি সকলকে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানাই।
রাজ্য প্রশাসন যদি সিভিক ভলেন্টিয়ার ব্যবহার করে আমাদের মিছিল আটকানোর চেষ্টা করে, তাহলে সেটা সফল হবে না। আমরা রাস্তায় থাকব, মিছিলে নেতৃত্ব দেবো বলে জানান শুভেন্দু অধিকারী।

20:03