সিরিয়ায় ফের হিংসায় মৃত পাঁচশোর বেশি, নিহত তিনশো’র বেশি আসাদপন্থি

বঙ্গবার্তা ব্যুরো,
গৃহযুদ্ধ, হিংসা কবলিত সিরিয়ায় প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরও থামছে না প্রাণঘাতী সংঘাত। সিরিয়ায় সেদেশের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা সংঘর্ষে নিহতের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর।বাশার আল-আসাদপন্থিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘাতের জেরে গত বৃহস্পতিবার থেকে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে সিরিয়া। উপকূলীয় প্রদেশ লাতাকিয়ার জাবালে শহরের কাছে দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত পুলিশ সদস্যসহ হতাহতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচশ। বিদ্রোহ দমাতে কয়েকদিনে সিরিয়ার সরকারি বাহিনীর অভিযানে তিনশ’র বেশি আসাদপন্থি নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা।

সিরিয়ার সরকারি বাহিনী আসাদপন্থি ও আসাদের জাতিভুক্ত বিদ্রোহী আলাওয়াইট সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের তীব্রতম আক্রমণের মুখোমুখি হচ্ছে।শুক্রবার এক ভাষণে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে অস্ত্র সমর্পন করে আত্মসমর্পণ করুন, তা না হলে খুব দেরি হয়ে যাবে।তবে মানবাধিকার সংস্থা উল্লেখ করেছে যে নিরাপত্তা কর্মী বা সরকারপন্থী যোদ্ধাদের দ্বারা ‘মৃত্যুদণ্ড’ কার্যকর করার মাধ্যমেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বাড়িঘর ও সম্পত্তি লুটপাটও চলেছে অবাধে।দেশে নতুন করে হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। দামেস্ক ও আলেপ্পোতে সরকারের সমর্থনে শোভাযাত্রা করেন হাজার হাজার মানুষ।