মুম্বাই হামলার মূল পান্ডা তাহাউর রানা এলো ভারতে

Tahawwur Rana extradited to India

Upload By K. Halder at 10th March 2025, 09:01 PM

বঙ্গবার্তা ব্যুরো,
ভারত সরকারের দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে ২০০৮ এর মুম্বই সন্ত্রাসবাদী হামলায় প্রধান অভিযুক্ত তাহাউর রানাকে আনা হল ভারতে। মার্কিন দেশে সকল আইনি পর্ব সমাপ্ত করে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিশেষ বিমানে করে তাকে দিল্লিতে আনা হয়েছে। ২০০৮ সালের ২৬ শে নভেম্বর মুম্বই হামলার অন্যতম চক্রী এই তাহাউর রানাকে বিচারের জন্য আমেরিকা থেকে ভারতে নিয়ে এসেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাহাউরের বিচার প্রক্রিয়া শুরু হবে আজ থেকেই।তার জন্য হাই-সিকিওরিটি ইন্টারোগেশন সেল প্রস্তুত রাখা হয়েছে।


বৃহস্পতিবারই এনআইএ-র হাতে সন্ত্রাসবাদী হামলার অন্যতম মূলচক্রীকে তুলে দেয় আমেরিকা। রানাকে ভারতে নিয়ে আসার ফলে ভারত সরকারের দীর্ঘদিনের চেষ্টার জয় হল।
এদিকে ২৬/১১-র অন্যতম এই চক্রীকে ঘিরে তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তা বলয়। তাঁকে পেশ করা হবে আদালতে। দিল্লি পুলিশের বিশেষ সেলকে প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া রানার যাত্রাপথে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তার জন্য স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিস কমান্ডোও মোতায়েন করা হয়েছে।সেইসঙ্গে তিহাড় জেলেও যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে বলে সূত্রের খবর। সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, তিহাড় জেলের আধিকারিকরা জানিয়েছেন যে কড়া সুরক্ষার মধ্যে একটি সেলে রাখার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে।


এদিকে রানাকে ভারতের মাটিতে ফেরানোর আগেই দিল্লিতে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল প্রমুখ। পালম বিমানবন্দর থেকে রানাকে এনআইএ-র সদর দফতরে নিয়ে যাওয়া হবে। তার জন্য বিমানবন্দরকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। শুধু তা-ই নয়, জানা গেছে দিল্লি পুলিশের বিশেষ সেলকে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া রানার যাত্রাপথে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সোয়াট কমান্ডোও মোতায়েন করা হয়েছে।

00:51