ভারতে আনা হচ্ছে মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে

Tahawwur Rana in US custody, soon to be extradited to India for 26/11 attacks

Upload By K. Halder at 9th March 2025, 12:51 PM

বঙ্গবার্তা ব্যুরো,
আমেরিকার সুপ্রিম কোর্ট তার প্রত্যার্পণের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ করে করে দেওয়ায় ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে আনা হচ্ছে ভারতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী একটি বিশেষ বিমানে করে ভারতে আনা হচ্ছে।এর ফলে ভারত সরকারের দীর্ঘদিনের চেষ্টার জয় হতে চলেছে। দীর্ঘদিন ধরে ভারত সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো রানাকে হস্তান্তরের জন্য চেষ্টা চালিয়ে আসছিল।


তাহাউর রানাকে ভারতে আনার পথ পুরোপুরি খুলে যাওয়ার পিছনে রয়েছে মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, যেখানে তাহাউর রানা ভারতের হাতে প্রত্যার্পণ স্থগিত রাখার আবেদন খারিজ করে দেয়। সোমবার আদালতের আদেশে বলা হয়, “প্রধান বিচারপতির কাছে উত্থাপিত আবেদন এবং আদালতে পাঠানো আবেদনটি খারিজ করা হল।” ফলে এখন আর কোনও আইনি জটিলতা ছাড়াই তাকে ভারতে নিয়ে আসা সম্ভব হচ্ছে।


তাহাউর রানা লস্কর-ই-তইবা এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই’র সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ২৬/১১ মুম্বই হামলার ছক কষার কাজে সে সরাসরি জড়িত ছিল। রানা-ই সেই ব্যক্তি, যে ডেভিড হেডলিকে ভারতে এনে বিভিন্ন জায়গার রেকি করিয়েছিল, যার ওপর ভিত্তি করেই হামলার পরিকল্পনা কার্যকর করা হয়।তাহাউর রানা একজন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক, বয়স ৬৪ বছর। চলতি বছরের ফেব্রুয়ারিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক যৌথ সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয় যে, তাহাউর রানা ভারতের মাটিতে বিচারের মুখোমুখি হবেন।

02:50