এশিয়া কাপের দল নিয়ে চর্চা তুঙ্গে

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

মঙ্গলবার মুম্বইয়ে বসবে নির্বাচক কমিটির বৈঠক, যেখানে ঘোষণা করা হবে ভারতের এশিয়া কাপের দল। শুভমান গিলকে বাদ দিয়ে এশিয়া কাপের দল নির্বাচন করা সহজ হবে না। কিন্তু একই সঙ্গে তাঁকে এশিয়া কাপের টিমে জায়গা করে দেওয়াও সমান কঠিন হবে। গিল খেললে, খেলবেন কোথায়? কোন পজিশনে? ওপেনিংয়ে সঞ্জু সম্যাসন আর অভিষেক শর্মা সেটল করে গিয়েছেন।

সূত্রের খবর, গিলকে দলে নেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্টের অন্দরে নাকি আলোচনাও হয়েছিল। জানা গিয়েছে, সেই আলোচনার বিষয় ছিল, কোনওভাবে তিলক বর্মার জায়গায় গিলকে নেওয়া যায় কি না। প্রতিবেদনে বলা হয়েছে, তিলক বর্মাকে বাদ দিয়ে গিলকে জায়গা দেওয়া হবে কি না, তা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।

এশিয়া কাপে খুব বেশি পরীক্ষা না-ও করতে পারেন গম্ভীর ও আগরকর। ভারতের টপ ও মিডল অর্ডার প্রায় পাকা। গত কয়েকটা টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করেছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন।
আসন্ন এশিয়া কাপের দল নির্বাচনের আগে ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন মহম্মদ সিরাজকে অতিরিক্ত মিডিয়াম পেসার হিসেবে দলে নেওয়া হবে।

ক্রিকেট দুনিয়ার শ্রেষ্ঠ যুদ্ধ ভারত-পাকিস্তান ম্যাচ।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, এশিয়া কাপে ভারতের ম্যাচের ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য ১৪-১৬ লক্ষ টাকা হতে পারে। দুই দেশের কোটি-কোটি মানুষ তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকে। ২৪ এবার আটটি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পাশাপাশি মাঠে দেখা যাবে ওমান, সংযুক্ত আরব আমিরশাহী ও হং কং-কে। গ্রুপ-এ’তে টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান