পীযূষ চক্রবর্তী,
ট্যাংরা কাণ্ডে গুরুতর আহত প্রণয় দে-কে পুলিশ এনআরএস হাসপাতালে ভর্তি করল। দুর্ঘটনায় আহত প্রণয়, তার ছেলে প্রতীপ ও ভাই প্রসূনকে ভর্তি করা হয়েছিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। একই হাসপাতালে তাদের চিকিৎসা চলছিল। কিন্তু ওই হাসপাতালের বিল শনিবার সকাল পর্যন্ত পাঁচ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। এখনও কেউ কোনও টাকা জমা না দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিতে চাইছে ওই আহত তিনজনকে। টাকা মেটানোর ক্ষেত্রে প্রসূনদের কোনও আত্মীয় দায়িত্ব নিতে না চাওয়ায় হাসপাতালে পক্ষ থেকে আনন্দপুর ও ট্যাংরা থানায় যোগাযোগ করে। সেই মতো শনিবার রাতে পুলিশ গেলে প্রণয়কে অন্যত্র নিয়ে যাওয়ার অনুমতি দেয় হাসপাতাল। তবে প্রণয়ের ছেলে প্রতীককে এখনও অন্য কোন হাসপাতালে ভর্তির ব্যবস্থা না করাই বাইপাসের ওই হাসপাতালেই কাকা প্রসূনের সঙ্গে সেখানে ভর্তি রয়েছে।
প্রসঙ্গত, দিন তিনেক আগে ট্যাংরায় একই বাড়ি থেকে উদ্ধার হয় দুই গৃহবধূ ও এক তরুণীর রক্তাক্ত দেহ। তাদের খুন করা হয় বলে অভিযোগ। পরে বাইপাসের ধার থেকে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে প্রণয়, প্রসূনদের উদ্ধার করা হয় গুরুতর আহত অবস্থায়। তাদের বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ট্যাংরা কাণ্ডে জখম প্রণয়কে ভর্তি করা হল এনআরএস হাসপাতালে
