
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। কলকাতার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেন, দমদম ক্যান্টনমেন্টে চলছে তল্লাশি। ইডি সূত্রে খবর, ২০২২ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। যার তদন্তভার নেয় ইডি। সেই মামলাতেই কেন্দ্রীয় সংস্থা আজ কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়ি ও ব্যবসায়ী সঞ্জয় গুপ্তর দমদম ক্যান্টনমেন্টের ফ্ল্যাটে হানা দেয়। তল্লাশি এখনও চলছে। উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বলে জানা গিয়েছে ইডি সূত্রে।