হাসপাতাল ছাড়লো ট্যাংরা খুনের অভিযুক্ত প্রসূন দে কে, থানায় তলব পুলিশের

পীযূষ চক্রবর্তী,
ট্যাংরা কাণ্ডে ছাড়া পেলেন আহত প্রসূন দে। মঙ্গলবার এনআরএস হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় দে পরিবারের ছোট ছেলেকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে থানায় তলব করা হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ট্যাংরার অটল শূর রোডের বাড়ি থেকে উদ্ধার হয় তিন মহিলার দেহ। দে পরিবারের দুই গৃহবধূ সুদেষ্ণা দে, রোমি দে ও ওই বাড়ির একমাত্র মেয়ে প্রিয়ংবদার রক্তাক্ত দেহ। ওই তিনজনকে খুন করা হয় বলে অভিযোগ। ওইদিনই বাইপাসের ধার থেকে রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে উদ্ধার হয় দুই ভাই প্রণয় দে ও প্রসূন দে এবং প্রণয়ের একমাত্র নাবালক ছেলে। ওই তিনজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিন প্রসূন হাসপাতাল থেকে ছাড়া পেলেও প্রণয় ও তার ছেলে এখনও চিকিৎসাধীন। ওই ঘটনায় ইতিমধ্যেই প্রসূন খুনের কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাই তাকে তলব করেছে পুলিশ। তাকে গ্রেফতারের সম্ভাবনাও প্রবল।

06:39