Upload By K. Halder at 26th April 2025, 07:54 PM
বঙ্গবার্তা ব্যুরো,
শনিবার দুপুরে চাকরিহারা শিক্ষকদের একাংশ ব্রাত্য বসুর বাড়ির সামনে ধর্ণায় বসলেন শিক্ষকরা। যদিও শিক্ষামন্ত্রীর বাড়ির ১০০ মিটার দূরেই পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই তারা কিছুক্ষণ ধর্ণায় বসে থাকেন। অল্প সময় পরে ধর্ণা তুলে নেন। শিক্ষকরা ব্রাত্য বসুর বাড়ির দিকে গেলে লেকটাউন থানার পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ তাদের জানায় শিক্ষামন্ত্রী বাড়িতে নেই। জরুরী কাজে বাইরে আছেন। ফলে তার সঙ্গে দেখা হবে না। পুলিশের কথা শোনার পর শিক্ষকরা কিছুক্ষণ থেকে সেখান থেকে চলে যান। তারা এসএসসি ভবনের সামনেই যাবেন বলে জানিয়েছেন। তারা এও জানিয়েছেন আগামীকাল তারা কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করবেন।
এদিকে পুলিশ সূত্রে খবর মূখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাতের বিষয়ে কোনও খবর নেই। কিসের ভিত্তিতে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলছেন তা পুলিশের কাছেও স্পষ্ট নয়।
এদিকে চাকরিহারা শিক্ষকদের মধ্যে দুটি ভাগ হয়ে গেছে। একদল ইতিমধ্যেই অযোগ্য বলে চিহ্নিত অন্যদিকে রয়েছেন যারা যোগ্য। এই দুই দলই পরস্পরের বিরুদ্ধে বিবাদে জড়িয়ে পড়েছিলেন।