Published by Subrata Halder, 13 June 2025, 02:31 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ইরানজুড়ে ব্যাপক হামলা চালাল ইজরায়েল। আক্রমণে ইরানের আইআরজিসি প্রধান হোসেইন সালামি ও অন্য দুই পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে।
হামলার পর তেহরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ইজরায়েলের আকাশসীমা।
এমন পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইজরায়েলের হামলার কঠোর জবাব দেওয়া হবে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন,যতদিন প্রয়োজন ততদিন এই সামরিক অভিযান চলবে। হামলার খবর প্রকাশের পর ইরানি কর্তৃপক্ষ তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয়, তিনি ইরানকে এই অঞ্চলে আমেরিকান ঘাঁটিতে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়ার পরপরই ইরানে এই হামলা চালানো হয়েছে।