জয় নিশ্চিত না হলে আসন নয় কংগ্রেসকে সাফ কথা তেজস্বীর

Tejashwi Yadav Congress seat-sharing Bihar 2025

Upload By K. Halder at 15th March 2025, 05:00 PM

বঙ্গবার্তা ব্যুরো,
বিহার বিধান সভা নির্বাচনে জয় নিশ্চিত হলে তবেই যেন আসন চাওয়া হয়। কোনও অবস্থাতেই যেন ২০২০ সালের পুনরাবৃত্তি না হয়। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে বৈঠকে আরজেডি নেতা তেজস্বী যাদব এ কথাই বললেন বলে সূত্রের খবর।
এ বছরের নভেম্বরে বিহারে বিধানসভা ভোট। তার আগেই বিজেপি বিরোধী মহাজোট নিজেদের মধ্যে আসন রফা নিয়ে আলোচনা চূড়ান্ত করে ফেলতে চাইছে।
২০২০ সালে কংগ্রেস একপ্রকার জেদ করেই বিহারে ৭০টি আসনে প্রার্থী দেয়। শেষ পর্যন্ত জেতে মাত্র ১৯টি আসনে। কংগ্রেসের এই করুণ ফলের জন্যই বিহারে ক্ষমতা দখল করতে পারেনি মহাজোট। এবার তাই আগে থেকেই আসন নিয়ে বোঝাপড়া সেরে রাখতে চাইছে দুই দল।
রাজনৈতিক মহলের মতে ২০২০ সালে আরজেডি ক্ষমতায় না আসার পিছনে আসাউদ্দিন ওয়েসির দলেরও বড় ভূমিকা ছিল। মুসলিম প্রধান বেশ কিছু আসন তাদের কারণেই আরজেডির হাত ছাড়া হয় বলে অভিযোগ।
কংগ্রেস এবার বিহারের ওপর বিশেষ নজর দিয়েছে। রাহুল গান্ধী নিজে সেখানে পদযাত্রা করেছেন। খাড়্গেও যাবেন। রাজ্যে দলের নেতৃত্বে অনেক বদল আনা হয়েছে। কংগ্রেসের দাবী এখন তারা বিহারে আগের চেয়েও বেশি শক্তিশালী। ফলে এবারও তারা ৭০ টি আসনের দাবীদার বলে মনে করা হচ্ছে।

19:12