বঙ্গবার্তা ব্যুরো
শহরে ফের অগ্নিকাণ্ড। বন্ডেল গেটের কাছে একটি ওষুধ কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালায়।
দেজ মেডিক্যালের কারখানায় বিকেলে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। পরে আরও ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ওষুধ তৈরির কারখানায় মজুত ছিল প্রচুর রাসায়নিক পদার্থ। ফলে আগুন ভয়াবহ আকার ধারণ করে। বন্ডেল গেট এলাকাটি জন ঘনবসতি পূর্ণ, ফলে আগুনের আতঙ্ক স্থানীয় মানুষের মনে।
স্থানীয় সূত্রে খবর, কারখানাটিতে রিপেয়ারিংয়ের কাজ চলছে। শনিবার ওয়েলডিংয়ের কাজও হচ্ছিল। তা থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান।

