জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, আহত ৫ পর্যটক

Upload By K. Halder at 22th March 2025, 04:59 PM

বঙ্গবার্তা ব্যুরো,
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে পাঁচজন পর্যটক আহত হয়েছেন। দ্রুত সেখানে নিরাপত্তা বাহিনী ও মেডিক্যাল টিম পৌঁছয়। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে খবর। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই এলাকায় পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে চড়েই শুধু পৌঁছানো যায়। সেখানে হঠাৎই গুলির আওয়াজ শোনা যায়।পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো সন্ত্রাসীরা সম্ভবত ছদ্মবেশে ছিল।জানা গিয়েছে, বেশ কয়েক জন ট্রেকিং করছিলেন, সেই সময় তাঁদের উপর হামলা হয়।
এই হামলা এমন সময়ে ঘটল যখন উপত্যকায় পর্যটনের চূড়ান্ত মরসুম শুরু হতে চলেছে।জম্মু-কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলির মধ্যে বেশ জনপ্রিয় পহেলগাঁও। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক বেড়াতে আসেন। এছাড়া এই বছরের অমরনাথ যাত্রার প্রস্তুতিও চলছে। ৩৮ দিনের এই তীর্থযাত্রা ৩ জুলাই থেকে শুরু হবে দুটি রুটে। সম্প্রতি জম্মু-কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি উচ্চস্তরের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন।সেখানে তিনি জম্মু বিভাগে বিশেষ নজর দিয়ে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করার নির্দেশ দেন। এছাড়া, অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়।

17:20