নিয়োগ দুর্নীতি মামলায় জামাইয়ের মামার সাক্ষ্য, আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায় Testimony Against Partha Chatterjee in Recruitment Scam

পীযূষ চক্রবর্তী,
নিয়োগ দুর্নীতি মামলায় এবার সাক্ষ্য দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামা। এদিন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই কল্যাণময় ভট্টাচার্যের মামা সাক্ষ্য দেওয়ায় পার্থ যে আরও বিপাকে পড়লেন তা বলাই যায়।
এদিনই আবার কল্যাণময় রাজসাক্ষী হওয়ায় তাকে দুর্নীতি নিয়োগ মামলা থেকে রেহাই দিয়েছে। উল্টোদিকে কল্যাণময়ের মামা এই মামলায় সাক্ষ্য দেওয়ায় তদন্তের মোড় অন্যদিকে নিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। কল্যাণময়ের মামা সম্পর্কে পার্থের বেয়াই হন। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বেশ কিছু জমির দলিল। পরে তিনি ইডিকে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি ও দলিল দিয়েছিলেন। এদিন কল্যাণময়ের মামা রাজসাক্ষী দেওয়ায় তদন্তের মোড় যেমন অন্যদিকে নেবে তেমনই প্রাক্তন শিক্ষামন্ত্রী যে চরম অস্বস্তির মধ্যে পড়লেন তা বলাই চলে।

10:02