যাদবপুর কাণ্ডে ধৃত ছাত্রের জামিন খারিজ করল আদালত

পীযূষ চক্রবর্তী,
যাদবপুর কাণ্ডে গ্রেফতার হওয়া সৌম্যদীপ মহন্তের জামিনের আবেদন খারিজ করল আলিপুর আদালত। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র সৌম্যদীপকে আদালতে তোলা হয়। সরকারপক্ষের আইনজীবী তার জামিনের বিরোধিতা করে আদালতকে জানান, ১ মার্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার পাশাপাশি একটি রাজনৈতিক দলের কর্মচারীদের সংগঠন শিক্ষাবন্ধুর দফতরে হামলার ঘটনাতেও জড়িত। তাই তাকে কোনভাবেই জামিন দেওয়া উচিত নয়। সরকারপক্ষের আইনজীবী এও দাবি করেন, সৌম্যদীপকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাই তাকে পুলিশি হেফাজতে রাখা প্রয়োজন।
উল্টোদিকে, সৌম্যদীপের আইনজীবী দাবি করেন, তার মক্কেলের নাম এফআইআরে নেই। তাই তাকে জামিন দেওয়া হোক। তাছাড়া সৌম্যদীপের পরীক্ষা রয়েছে বলেও তার আইনজীবী আদালতের কাছে আবেদন করেন জামিনের জন্য। তখন সরকারপক্ষের আইনজীবী আদালতকে বলেন, সৌম্যদীপের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। হেফাজতে থেকেও তিনি পরীক্ষা দিতে পারবেন। এরপরই আদালত সৌম্যদীপের জামিনের আবেদন খারিজ করে তাকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।