বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি সোশ্যাল মিডিয়া
এশিয়া কাপের আগেই স্পনসরহীন হয়ে গেল ভারতীয় দল। ভারতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না ড্রিম ইলেভেনের লোগো। ইতিমধ্যেই নতুন স্পনসর পাওয়ার প্রক্রিয়া শুরু করে ফেলেছে বিসিসিআই। তবে ৯ সেপ্টেম্বরের আগে স্পনসর না পেলে গোটা এশিয়া কাপেই স্পনসরের লোগো ছাড়া খেলবে ভারত।
স্পনসরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা সরকারিভাবে ঘোষণা করলেন বিসিসিআই সচিব। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেন, “অনলাইন গেমিং বিলের পর বিসিসিআই ড্রিম ইলেভেন সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। বিসিসিআই ভবিষ্যতে এই ধরনের সংস্থার সঙ্গে আর কখনও চুক্তি করবে না।”
কারা হবে ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর? একাধিক সংস্থার নামই শোনা যাচ্ছে। রিলায়েন্স এবং আদানি গোষ্ঠীর নাম শোনা যাচ্ছে। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া এই বিষয়ে জানিয়েছেন, “আমরা এখনও কিছু ঠিক করিনি। ড্রিম ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর আমাদের এখন কোনও স্পনসর নেই। আমাদের হাতে এখনও ১৫-২০ দিন আছে। আশা করি, কিছু একটা বিকল্প পাওয়া যাবে।”
গত বুধবার ‘দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫’ পাশ করেছে কেন্দ্রীয় সরকার।এরফলে দেশে অন লাইন গেমিং অ্যাপগুলো নিষিদ্ধ হয়েছে ভারতে। ড্রিম ইলেভেন এবং মাই ইলেভেন সার্কেল যৌথ ভাবে ভারতীয় ক্রিকেট টিম এবং আইপিএল টাইটেল স্পনসরশিপ হিসেবে ১০০০০০০০০০০ টাকা দিত ভারতীয় ক্রিকেট বোর্ডকে। টিম ইন্ডিয়ার টাইটেল স্পনসর হিসেবে ২০২৩-২০২৬ চক্রের জন্য ৩৫৮ কোটি টাকা মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

