বঙ্গবার্তা ব্যুরো:
ছবি- সোশ্যাল মিডিয়া
ইউ এস ওপেনের পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচকে ২ ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারান ২২ বছর বয়সী আলকারাজ। এই হারে জোকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। ২০২৩ সালে ইউএস ওপেনের পর আর গ্র্যান্ড স্লাম জিততে পারেননি জোকোভিচ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালের শুরুর দিকের খেলা দেখা মনে হচ্ছিল, কোনও অবাছাই খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে নেমেছেন কার্লোস আলকারাজ। শেষ অবধি সেটাই হল। আরও এক বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার আগেই বিদায় নিলেন পুরুষদের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামের মালিক।
আলকারাজের খেলা দেখে বোঝা যাচ্ছিল, তিনি আক্রমণ ছাড়া আর কিছুই ভাবছেন না। ঘণ্টায় ২২৮ কিলোমিটার গতিবেগে সার্ভিস করলেন। তার জবাব জোকোভিচের কাছেও ছিল না। তিনি জোকোভিচকে ভুল করতে বাধ্য করলেন। আলকারাজকে দেখে জোকোভিচও গায়ের জোরে শট খেলার চেষ্টা করলেন চলতি বছর ফরাসি ওপেন ও উইম্বলডনের পর আরও এক গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে সিনার বনাম আলকারাজ লড়াই দেখা যাবে। এর আগে ফরাসি ওপেনে জিতেছেন আলকারাজ। আবার উইম্বলডনে জিতেছেন সিনার। অর্থাৎ দুই তারকার মধ্যে চলতি বছরের মেগা ফাইনাল হতে চলেছে ইউএস ওপেন।
খানিকটা প্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে মুখোমুখি কার্লোস আলকারাজ বনাম জ্য়ানিক সিনার ৷ টেনিসের জেন-জি’র দুই নয়া সেনসেশনের প্রতিদ্বন্দ্বিতা এখন বিশ্বজুড়ে সমাদৃত ৷ ফাইনালের টিকিট নিশ্চিত করে আলকারাজ বলেছেন, ‘আবারও ফাইনালে উঠতে পারার অনুভূতি অসাধারণ। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আজকের ম্যাচটা হয়তো টুর্নামেন্টে আমার সেরা খেলা ছিল না, তবে শুরু থেকে শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় খেলেছি।’

