Published By Subrata Halder on 17 April 2025 at 12:50pm
বঙ্গবার্তা ব্যুরো,
আাগামী মরশুমে কলকাতা লিগে সাতজন ভূমিপুত্রকে খেলানো বাধ্যতামূলক করার নিয়ম চালু করছে আইএফএ । বাকি চারজন অন্য প্রদেশের ফুটবলার খেলানো যাবে। বুধবার এই কথা জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আইএফএ সচিব বলেন, বাংলার ফুটবলের উন্নতির স্বার্থেই এই সিদ্ধান্ত তারা নিতে চলেছেন। পুরো পরিকল্পনাটি লিগে অংশগ্রহনকারী ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে। জুন মাস থেকে কলকাতা লিগের বল গড়াবে। তার আগে ক্লাবগুলো দল গোছানোর সুযোগ পাবে। গত দুই মরশুম জুড়ে কলকাতা লিগে বিদেশী ফুটবলার খেলানো বন্ধ হয়েছে। ভারতীয় ফুটবলার খেলানোর ওপর জোর দেওয়া হয়েছিল। তাই প্রথম একাদশে চারজন বাংলার ভূমিপুত্র এবং সাতজন অন্য প্রদেশের ফুটবলার খেলানোর নিয়ম চালু করা হয়েছিল। এই বছর থেকে একাদশে সাতজন বাংলার ফুটবলার এবং চারজন অন্যপ্রদেশের ফুটবল খেলানোর নিয়ম চালু হচ্ছে। তবে যেসব ফুটবলার এই রাজ্যে জন্মেছেন বা দীর্ঘদিন ধরে রয়েছেন তারাও লিগে ভূমিপুত্র বলে বিবেচিত হবেন বলে আইএফএ সচিব জানিয়েছেন।