মেট্রো রেলের প্রতি কাউন্টারে বাংলা ভাষা সম্পর্কে অবহিত এমন কর্মী নিয়োগের দাবিতে সরব কলকাতা পুরসভা।

মেট্রো রেলের প্রতি কাউন্টারে বাংলা ভাষা সম্পর্কে অবহিত এমন কর্মী নিয়োগের দাবিতে সরব কলকাতা পুরসভা। মেয়র এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি’কে চিঠি লিখছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে শুক্রবার এই প্রসঙ্গে এক প্রস্তাব উত্থাপন করেন তৃণমূল কংগ্রেস এর কাউন্সিলর অরূপ চক্রবর্তী। উল্লেখ্য, অতি সম্প্রতি বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে জাতীয় ভাষার। এর পরিপ্রেক্ষিতেই বিগত অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাধ্যতামূলক ভাবে তা ব্যবহার করার জন্য। এদিনের সভায় অরূপের অভিযোগ কলকাতা মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার সহ একাধিক জায়গায় বাংলায় কথা বললেও হেনস্থা ও কটু মন্তব্যের শিকার হতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত হয়েছে।