বঙ্গবার্তা ব্যুরো,
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বাজার এখন বিশাল।এই সুযোগকে কাজে লাগাতেই আগামী তিন বছরের মধ্যে এআই ও ক্লাউড কম্পিউটিংয়ে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করার কথা জানাল চিনের বিখ্যাত সংস্থা আলিবাবা।এর আগে আলিবাবা তাদের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেল কুয়েনের একটি নতুন সংস্করণ প্রকাশ করেছিল। বলা হয়েছে তা কাজের দিক থেকে চ্যাটজিপিটি ও বহুল আলোচিত চিনা এআই ডিপসিকের চেয়েও বেশি শক্তিশালী।

ডিপসিকের সাফল্যের সঙ্গে সঙ্গেই চিনা প্রতিযোগীদের মধ্যেও তাদের এআই মডেল নিয়ে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে।এ বছরের শুরু থেকেই চীনের প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ছে। ডিপসিকের আর১ মডেল বাজারে আসার দুদিন পরেই টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের এআই মডেলের একটি আপডেট প্রকাশ করেছে।
চিনের সবচেয়ে বড় অনলাইন শপিং প্ল্যাটফর্ম হল আলিবাবা।এই সংস্থার শেয়ারের দাম গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আলিবাবার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ভবিষ্যতের প্রতি অঙ্গীকার থেকে এই কাজ হাতে নিয়েছে।একইসঙ্গে এআই এর ব্যবহারে প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতেও তারা বদ্ধপরিকর।এক সপ্তাহ আগেই আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা চিনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।