Published by Subrata Halder, 13 June 2025, 06:58 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
হকের চাকরি ফেরতের দাবিতে এবার বিধানসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন ২০১৬ সালের বাতিল হওয়া এসএসসি প্যানেলের ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার দুপুরে বিধানসভায় পৌঁছে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন পাঁচ দফা দাবি সংবলিত একটি দাবিপত্র।
প্রতিনিধি দলে ছিলেন সঙ্গীতা সাহা, অর্পিতা সেনগুপ্ত, রাকেশ আলম, রূপা কর্মকার এবং স্মৃতি রায়। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে আলোচনা করেন স্পিকার। প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, তারা স্পিকারের কাছে পাঁচটি মূল দাবি পেশ করেছেন। প্রথমত, যোগ্য প্রার্থীদের ওএমআর শিটের মিরর ইমেজ এবং শংসাপত্র প্রকাশ।
দ্বিতীয়ত, অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশ।
তৃতীয়ত, আদালতের পর্যবেক্ষণ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়া শেষ করা।
এবং তার আগে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না করা ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা।
চাকরিহারাদের দাবি, যারা যোগ্য প্রমাণিত, তাদের পুনরায় পরীক্ষা দিতে হবে কেন? বরং তাদের পুরনো চাকরি অবিলম্বে ফিরিয়ে দিতে হবে নিঃশর্তে। তারা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগ বাতিল হলেও, সরকারের দায়িত্ব থাকা উচিত সত্যিকারের যোগ্যদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বীকৃতি দেওয়া।
গত মে মাস থেকে সল্টলেকের বিকাশ ভবনের বিপরীতে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন চাকরি হারানো শিক্ষকেরা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে আমরণ অনশনও। তাদের দাবি, রাজ্য সরকার যেন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারির আগে স্পষ্ট করে জানায়, কারা যোগ্য এবং কারা নয়। এই দাবিগুলির কথা স্পিকার শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। তবে তিনি এও জানিয়েছেন, আদালতের রায় অনুযায়ীই কাজ করছে রাজ্য সরকার এবং সরকার সবসময় চাকরিহারাদের পাশে রয়েছে। ২০১৬ সালের এসএসসি প্যানেলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে গোটা প্যানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। রাজ্য সরকার ইতিমধ্যেই ৩০ মে নতুন বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, যার ফর্ম বিলি শুরু হবে ১৬ই জুন। তবে এই প্রক্রিয়ায় অংশ নিতে নারাজ যোগ্য চাকরিহারা প্রার্থীরা। তাদের প্রশ্ন, যারা একবার যোগ্যতা প্রমাণ করেছেন, তাদের আবার পরীক্ষা দিতে হবে কেন?
চাকরি হারানো যোগ্য প্রার্থীদের অধিকার রক্ষা মঞ্চের তরফে জানানো হয়েছে, এবার তারা শুধু মুখ্যমন্ত্রী নন, বিরোধী দলনেতার সঙ্গেও দেখা করতে চান। তাঁদের উদ্দেশ্য একটাই, হকের চাকরি ফেরত পেতে সব স্তরে কড়ানাড়া যতক্ষণ না ন্যায্য বিচার মেলে।

