বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া
একদিকে বিহারে নিবিড় সংশোধন, অন্যদিকে রাজ্যে এসআইআর আতঙ্ক। সব মিলিয়ে বাংলার সীমান্তবর্তী জেলাগুলিতে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করাতে হঠাৎ উৎসাহ জেগে উঠেছে।
নির্বাচন কমিশনের খবর, গত এক সপ্তাহে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ফর্ম ৬ বা ভোটার তালিকায় নাম তোলার আবেদন পত্র জমা পড়েছে প্রায় ৭৫ হাজার। সাধারণভাবে এক সপ্তাহে যে সংখ্যাটি ২৫ হাজারের মধ্যে থাকার কথা। অর্থাৎ গত ৭ দিনে রাজ্যের সীমান্তবর্তী জেলা গুলিতে ভোটার তালিকায় নাম তোলার জন্য তিনগুণ বেশি আবেদন পত্র পেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, মুর্শিদাবাদ,উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোটার কার্ডে নতুনকরে নাম নথিভুক্ত করার জন্য এই তৎপরতায় সতর্ক নির্বাচন কমিশন। আচমকা, তিনগুণ হাড়ে ভোটার তালিকায় নাম তুলতে আগ্রহ বাড়লো কেন ? তাহলে এতদিন এরা ভোটার কার্ড ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করেছে ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কমিশনের অন্দরেও ।