মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবী ডিজির, মালদা থেকে নজর রাখবেন সুকান্ত মজুমদার

Published By Subrata Halder on 13 April 2025 at 08:26pm

বঙ্গবার্তা ব্যুরো,
মুর্শিদাবাদের পরিস্থিতি এখন সম্পুর্ণ নিয়ন্ত্রণে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই দাবী করেছেন। তিনি এখন মুর্শিদাবাদেই রয়েছেন।অন্যদিকে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন রবিবার রাতেই তিনি মালদহ যাবেন। মালদহ থেকেই মুর্শিদাবাদের পরিস্থিতির ওপর নজর রাখবেন। পরে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এছাড়াও রাজ্য প্রশাসনের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবারই হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে মোতায়ন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ডিজি রাজীব কুমার নিজে এখন মুর্শিদাবাদে আছেন। সেখানে তিনি বি এস এফ আইজির সঙ্গে বৈঠক করেছেন।
রাজীব কুমার মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। তাদের মধ্যে দক্ষ ২৩ জন অফিসারকে মুর্শিদাবাদের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থেকে শুরু করে, মুর্শিদাবাদের ঘটনা সব নিয়েই দায়ী করেছেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ সাহায্য করবে কিনা তার ওপর নির্ভর করবে এলাকা কত দ্রুত স্বাভাবিক হবে।
সুকান্ত অভিযোগ করেন, এর আগে কেন্দ্রীয় বাহিনী এলে তাদের অপমান করা হয়েছে। রাজ্য পুলিশের এমন অবস্থা বিএসএফ আসার আগে তারা উপদ্রুত এলাকায় ঢুকতেই পারেনি। সুকান্ত মজুমদারের অভিযোগ, আসলে এই ঘটনার শিকার হচ্ছেন হিন্দুরা। তাদের সম্পত্তি লুঠ করা হচ্ছে, প্রান যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটছে।
এরপরেই তিনি মালদহ সফরের কথা জানান। বলেন মালদা থেকেই তিনি পরিস্থিতির ওপর নজর রাখবেন।

23:53