বঙ্গবার্তা ব্যুরো,
কল্যানী এক্সপ্রেসওয়ে, যা কলকাতাকে মফস্বল শহর কল্যানী সঙ্গে সংযুক্ত করে, তার আশপাশের নিকাশি পরিকাঠামো সংস্কারের জন্য রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে। এই ৪৪.২ কিলোমিটার দীর্ঘ, চার ও ছয় লেনের টোলযুক্ত মহাসড়কটির উন্নয়নকাজের অংশ হিসেবে বৃষ্টির সময় জল জমার সমস্যা মোকাবিলায় পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজ্যের পুর ওনগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভায় বৈঠকের পর জানান, কল্যানী এক্সপ্রেসওয়ের প্রধানত উঁচু অংশ রয়েছে, ফলে বর্ষার সময় আশপাশের রাস্তায় জল জমার প্রবণতা দেখা দিতে পারে। আমরা এই সমস্যা সমাধানের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছি। পানিহাটি, উত্তর দমদম ও ভাটপাড়া পুরসভার বেশ কিছু এলাকায় এখনও জল দাঁড়িয়ে আছে। বর্ষার সময় এই সমস্ত এলাকার অবস্থা যাতে আরো খারাপ না হয় তার জন্য কিছু পরিকল্পনা নেয়া হয়েছে।
বৈঠকে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী পুলক রায়। ছিলেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ রাজ্য সড়ক কর্তৃপক্ষ, সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও, উত্তর ২৪ পরগনার প্রতিনিধি হিসাবে ছিলেন জেলার দুই মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষ।
বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানান, বিভিন্ন দপ্তরের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং যথাযথ কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়েছে। যাতে বর্ষার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় তা দেখতে বলা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য পুরসভা ও পঞ্চায়েতভিত্তিক আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে কিভাবে এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করা যায়। এরই অংশ হিসেবে কোথায় কোথায় পাম্পিং স্টেশন বসানো যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।
তার দাবী, জল বেরোনোর জন্য কিছু গুরুত্বপূর্ণ স্থানে খাল তৈরি করা প্রয়োজন, যা বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত কল্যানী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ অংশ নদিয়া জেলাকে সংযুক্ত করে এবং ঈশ্বর গুপ্ত সেতুর মাধ্যমে হুগলির সঙ্গে সংযোগ স্থাপন করে।
কল্যানী এক্সপ্রেসওয়ের ধারে নিকাশি পরিকাঠামো সংস্কারের উদ্যোগ সরকারের
