তোলা চেয়ে না পাওয়ায় ব্যবসায়ীর দোকান লুট করল তৃণমূল কাউন্সিলর

ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরি অভিযোগ। এবার নরেন্দ্রপুরের কাদারহাট এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। সোনারপুরের ব্যবসায়ী সুব্রত সরকারের অভিযোগ, বৃহস্পতিবার দোকানে ঢুকে তাঁর ছেলেকে মারধর করেন রাজপুর সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর। দোকানে থাকা প্রায় দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে যান রঞ্জিত ও তাঁর দলবল। তাঁর ছেলেকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি দোকান লুটের পর বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ ওই ব্যবসায়ীর। ওই ব্যবসায়ী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, তারপরও তাঁকে হুমকি দেওয়া হয়। তৃণমূল কাউন্সিলর অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। কিছুদিন আগে বাগুইআটিতেও এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে  মারধরের অভিযোগ উঠেছিল। দুটো ক্ষেত্রেই কাউন্সিলরদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। এখন দেখার, অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কাউন্সিলরকে গ্রেফতার করে কিনা!