আমলাতন্ত্রেও নজরদারি চায় নবান্ন

Published By Subrata Halder on 2nd April 2025 at 01:07pm

বঙ্গবার্তা ব্যুরো,
২০২৬ এ বিধান সভা নির্বাচন, মানুষের মন জয়ে তৎপর তৃণমূল সরকার। সরকারি প্রকল্প রূপায়নে তাই কোন রকম আমলাতান্ত্রিক জটিলতা যাতে বাধা হয়ে না দাঁড়ায় সে দিকে নজর রাখতে চাইছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউপিএমএস পোর্টাল। নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের অগ্রগতির রিপোর্ট এই পোর্টালে তুলতে হবে। যাতে নবান্নে বসেই রাজ্যের বিভিন্ন প্রান্তের সমস্ত প্রকল্পের কাজের খুঁটিনাটি বিষয় এক ক্লিকেই বুঝে নেওয়া যায়। প্রয়োজনে জরুরি ব্যবস্থাও নেওয়া যায়।
তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা বহু সরকারি কাজে আমলাদের উদাসীনতার অভিযোগ করেছেন। খোদ মুখ্যমন্ত্রীও এই বিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। এই সব দিক মাথায় রেখেই এই কেন্দ্রীয় পোর্টালের কাজ শুরু করে দেওয়া হয়েছে। অর্থ দফতরের প্রতিমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে সরকারি কাজে গতি আনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এর পিছনে ভোটের বাদ্যি শোনা যাচ্ছে বলেই রাজনৈতিক মহলের বক্তব্য।
বহু তৃণমূল নেতাদের অভিযোগ, গ্রামীণ এলাকায় বহু সরকারি প্রকল্পের কাজ সময়ে শেষ করা নিয়ে আমলাদের একাংশের মধ্যে উদাসীনতা রয়েছে। তাদের এই উদাসীনতার ফল ভুগতে হয় তৃণমূল স্তরের নেতাদের কারণ তাঁদের সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হয়, তাঁদের কাছে জবাবদিহি করতে হয়।
এছাড়াও সরকার চাইছে, রাজ্যে ভোট ঘোষণার আগেই বিভিন্ন প্রকল্পের কাজ যতটা সম্ভব শেষ করে ফেলতে বা যতটা পারা যায় এগিয়ে রাখতে । যাতে ভোট প্রচারে সাধারণ মানুষের সামনে সরকারের ইতিবাচক দিকগুলি তুলে ধরা যায়।

16:34