পঞ্চাশ কোটি মানুষ কি দুষিত জলে স্নান করলেন প্রশ্ন রিপোর্টে

বঙ্গবার্তা ব্যুরো,

উত্তরপ্রদেশ সরকারের দাবি এবারের কুম্ভে এখনও পর্যন্ত ৫০ কোটি মানুষ স্নান করেছেন। এখন প্রশ্ন উঠছে তাঁরা কি দূষিত জলে স্নান করলেন। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টেই এই প্রশ্ন উঠছে।কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদ সম্প্রতি জাতীয় পরিবেশ আদালতে জানিয়েছে, প্রয়াগরাজের জল স্নানের উপযূক্ত নয়।

এই রিপোর্ট পাওয়ার পরেই জাতীয় পরিবেশ আদালত উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের বুধবার আদালতে হাজির হতে বলেছে। তবে তাঁরা ভার্চুয়াল মাধ্যমে তাঁদের বক্তব্য জানাতে পারবেন।এবার মহকুম্ভের আয়োজন অনেক আগে থেকেই করা হচ্ছিল। সরকারের প্রায় সব দফতরের সঙ্গে সমন্বয় রেখেই প্রস্তুতি নেওয়া হয়। এই পরিস্থিত্ততে প্রশ্ন উঠছে প্রস্তুতি পর্বে প্রয়াগরাজের জলের গুণগত মান কি পরীক্ষা করা হয় নি? হয়ে থাকলে তা কী প্রকাশ্যে আনা হয় নি?

যে রিপোর্ট সামনে এসেছে তাতে বলা হয়েছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তহে প্রয়াগরাজের জল বায়োকেমিকাল অক্সিজেন ডিমাণ্ড ( বি ও ডি) এর নিরিখে স্নানের উপযুক্ত নয়। তবে রিপোর্টে ফিকাল কলিফর্ম ব্যাকটোরিয়ার উপস্থিতি নিয়ে কী বলা হয়েছে তা এখনও সামনে আসে নি।