এশিয়া কাপ নিয়ে জটিলতা কাটছে, কবে-কোথায় হবে মেগা এই ইভেন্ট?

অবশেষে এশিয়া কাপ নিয়ে জটিলতা কাটতে চলেছে। বৃহস্পতিবার এশিয়া কাপ নিয়ে ঢাকায় বৈঠক হল। এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিল ভারত। ঢাকায় না যাওয়ার প্রসঙ্গে ভারতের পাশে দাঁড়িয়েছিল আফগানিস্তান এবং ওমান বোর্ড। তবে দুই দেশই প্রতিনিধি পাঠাচ্ছে ঢাকায়। নেপাল ভার্চুয়ালি যোগ দেয়। ভারতের প্রতিনিধিত্ব করেন রাজীব শুক্ল।

বৈঠকে মূলত এশিয়া কাপের আয়োজন নিয়েই আলোচনা হওয়ার কথা। এ বারের প্রতিযোগিতার আয়োজক ভারত। তবে ম্যাচগুলি আমিরশাহিতে খেলা হতে পারে।

এশিয়া কাপের আয়োজক ভারত। এশিয়া কাপ নিয়ে যাবতীয় প্রশ্নের জবাবে একই উত্তর এল এসিসি চেয়ারম্যান মহসিন নকভির থেকে-আলোচনা চলছে। আগামী দিনে সব জানানো হবে। এশিয়া কাপ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কাউন্সিলের আলোচনা চলছে-এর বেশি আর কিছুই বলতে পারেননি এসিসি চেয়ারম্যান। তিনি বলেন, এজিএম মিটিং খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে।

এসিসির ২৫ জন সদস্যই এই সভায় অংশ নিয়েছেন। আমি এখানে আগত এবং ভার্চুয়ালি অংশ নেওয়া সব সদস্যকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমিনুল ভাইকে তাঁর আতিথেয়তার জন্য এবং বিসিবিকে তাদের অসাধারণ আয়োজনের জন্য। আমরা ক্রিকেটের উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের সংস্থায় কোনো রাজনীতি চাই না।’

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এশিয়া কাপ শুরু হওয়ার কথা ৫ সেপ্টেম্বর। ফাইনাল ২১ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা ৭ সেপ্টেম্বর। যদিও কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। অবশ্য সূত্রের খবর, এশিয়া কাপ হলে সম্ভাব্য ভেন্যু হিসেবে সবার উপরে থাকছে সংযুক্ত আরব আমিরশাহি।
পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর এশিয়া কাপের ভবিষ্যৎ বিশ বাঁও জলে। কারণ, পাকিস্তান ভারতে এসে খেলুক, এ ব্যাপারে এখনও কোনও সবুজ সঙ্কেত দেয়নি ভারত সরকার। তবে ভারত পাক দল একই গ্রুপে থাকতে পারে।