আগেই অভিযোগ ছিল, এবার আরো বড়ো দুর্নীতির অভিযোগ ইউনূসের নামে

Published By Subrata Halder on 31st March 2025 at 03:06pm

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নামে বড়ধরনের দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলো। অভিযোগ, ইউনুসের নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ঢাকার মিরপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক থেকে ছয় একর জমি বরাদ্দ করা হয়েছে। অভিযোগ সময় ও ক্ষমতার অপব্যবহার করে ইউনুস এই জমি সংগ্রহ করেছেন। আরও জানা গেছে, হাসপাতালটির জন্য চীনের সঙ্গে একটি চুক্তি করা হয়েছে, যার মাধ্যমে চীনা সহযোগিতা নেওয়া হবে। অনির্বাচিত সরকারের প্রধান হওয়ার পরেও রাষ্ট্রের স্বার্থের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে সুযোগ গ্রহণের অভিযোগ গুরুতর। রাষ্ট্রকে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধির এ ধরনের প্রচেষ্টা স্বচ্ছতার অভাবকে সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা দাবী তুলছেন, এই ধরনের জমি বরাদ্দ ও আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে বিস্তারিত তদন্ত হওয়া উচিত। কারণ রাষ্ট্রের সম্পদ যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় এবং কোনো ধরনের অনিয়ম না ঘটে
সেটা দেখা প্রশাসকের কর্তব্য।
ইউনূস তা ভঙ্গ করেছেন।

14:51