Published By Subrata Halder, 12 June 2025, 09:07 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
জসপ্রীত বুমরা চোট সারিয়ে আইপিএলে ফিরেছিলেন। তাকে হয়তো পাঁচটা টেস্টের সবগুলোতেই খেলানো হবে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হতে পারে। বুমরাকে কোন কোন টেস্টে খেলানো হবে, এখনও ঠিক করে উঠতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, বুমরা তিনটি টেস্টে বল করার জন্য তৈরি। ফলে বোলিং বিভাগ নিয়ে ভাবতে হবে কোচ গৌতম গম্ভীরকে।
লোয়ার অর্ডারে শার্দূল রান করে দিতেও পারবেন। তবে শার্দূল না নীতীশ রেড্ডি, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
যদিও প্রথম টেস্টের আগে সপ্তাহ খানেক বাকি। বুমরা প্রসঙ্গে ভারতীয় দলের বোলিং কোচ মরকেল বলেন, বুমরা খুব ভালো করেই জানে সিরিজের জন্য কীভাবে প্রস্তুত হতে হবে,। ওকে নতুন করে বলার কিছু নেই। তবে রেড্ডি না শার্দূল কাকে খেলানো হবে তা এখনও ঠিক হয়নি।
তারকা পেসারের ঘরণী সঞ্জনা গনেশন আবার বুমরার অজানা তথ্য জানালেন । স্বামীর সাক্ষাৎকার নিতে তিনি ভালবাসেন। কিন্তু তার মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য নানান ধরনের মজার জিনিস করেন বুমরা। এই প্রসঙ্গে সঞ্জনা বলেন, টি২০ বিশ্বকাপ জেতার পর আমি ওর সাক্ষাৎকার নিচ্ছিলাম। একটা সময়ের পর বুঝতে পারিনি কী প্রশ্ন করা উচিত। তাই ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল বলে আমি শেষ করে দিই। ও সেই সময় চোখ টিপে মজা করতে থাকে।
সম্প্রতি এক পডকাস্টে সঞ্জনা বলেছেন, অঙ্গদ হওয়ার সময় জসপ্রীত এশিয়া কাপ খেলতে ব্যস্ত ছিল। কিন্তু সময় করে আমার কাছে চলে এসেছিল। আমার মনে হয় অঙ্গদ হওয়ার পর আরও ভাল ক্রিকেটার হয়েছে বুমরা । যদি দিনের শেষে আপনি একটা শান্তিপূর্ণ বাড়িতে ফেরেন যেখানে শুধু বাবা এবং স্বামী হয়ে থাকতে পারবেন, সেটা বুমরাকে খুবই সাহায্য করেছে।