এ এক অমৃত কথা

সত্যানুসরণ

অকৃতজ্ঞতা

অকৃতজ্ঞতা মানেই হচ্ছে_ কখনও কেউ যদি তোমার এতটুকু ভালো ক’রে থাকে যাতে তুমি বাঁচা-বাড়ার প্রগতির পথে দিগধারী থেকে বেঁচে সুস্থ ও স্বস্থ হ’য়ে পুষ্টিলাভ ক’রেছ তা’ ভুলে গিয়ে বা অস্বীকার ক’রে সেই উপকারীর প্রতি তার বাঁচা-বাড়ার প্রগতির জন্য তোমার যা’ করা উচিত ছিল তা’ না-করা। আর এর মানেই হচ্ছে তোমার পুষ্টির জন্য দুনিয়ায় তোমার প্রয়োজনপূরক স্বপারিপার্শ্বিক তাকে হারিয়ে ফেলাতোমার জীবন ও বর্দ্ধনের পথে পোষণ, পুষ্টি ও তুষ্টিকে লোকসানে ফেলে দেওয়া। তাই বলছি, খুব সাবধানতোমার জীবন-চালনায় যেন কোথাও অকৃতজ্ঞ না হ’তে হয়, খুব নজর রেখো।

যদি তোমার কখনও এমনতর অবস্থা ঘটেবিরুদ্ধ দু’জনের কাছেই তোমার কৃতজ্ঞ থাকা উচিত, অথচ কোন দিকে তুমি যোগ দিলে বা সহানুভূতি দেখাইলে অন্যের ক্ষতি হওয়া অবশ্যম্ভাবী, দু’জনের ভিতরে যিনি তোমার কাছে প্রধান তুমি তাকে অবলম্বন ক’রে অন্যের কাছে যেয়ে যুক্তি, মত,মীমাংসা ও আবেদনে তা’কে নিরস্ত ক’রে মিল ঘটাইতে চেষ্টা করিও। যদি দেখ, তা-ও কিছুতেই ঘটিয়া উঠিল না, তুমি পরিষ্কার, সহজ ও বিনীতভাবে বুঝাইয়া দিও, তুমি কিছুতেই অন্যকে পরিত্যাগ করিতে পারিবে না তাকে পরিত্যাগ করা মানেই তোমার জীবন ও বৃদ্ধিকে পরিত্যাগ করা এমতস্থলে তোমাকে অকৃতজ্ঞতার দোষে দুষ্ট তো হইতে হইবেই না-বরং তাহা হইতে যদি বিন্দুমাত্রও ন্যায় ও বন্ধু-আবেষ্টনী অকৃতজ্ঞতা তোমার চরিত্রকে নারকীজঘন্য উদারতায় নিরয়-নিরত করিয়া তুলিবে।

এরপর দ্বিতীয় ভাগ

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র: সত্যানুসরণ (৫৪)