সত্যানুসরণ
প্রেম ও ভালবাসা
প্রেম ভক্তিরই ক্রমোন্নতি, ভক্তির গাঢ়ত্বই প্রেম। হৃদয়-বিনিময় ভালবাসার একটি লক্ষণ – আর তুমি যদি সেই হৃদয়ই গোপন কর, তবে এ নিশ্চয়ই যে তুমি স্বার্থভাবাপন্ন — তাঁকে কেবল কথায় ভালবাস। বহু ভাল-লাগা যে এক ভাল-লাগাকে টলাইতে বা বিচ্ছিন্ন করিতে পারে না সেই ভাল-লাগাই প্রেমের ভগিনী।
প্রেমকে প্রার্থনা কর, আর হিংসাকে দূরে পরিহার কর – জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। প্রেম কর, কিন্তু আসক্ত হয়ো না। খুব ভালবাস কিন্তু মাখামাখি করো না। প্রেমের মত আকর্ষণকারীই বা কে? যে-কেহ প্রেমের জন্য জীবন দান করে, সে প্রেমের জীবন লাভ করে। যদি প্রেম থাকে, তবে অপরকে ‘আমার’ বল, কিন্তু স্বার্থ রেখো না।
বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু নিভে যেও না। বিস্তারই জীবন, বিস্তারই প্রেম। তুমি যদি এমন শক্তি লাভ করে থাক যাতে চন্দ্রসূর্য্য কক্ষচ্যুত করতে পার, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পার — আর যদি হৃদয়ে প্রেম না থাকে, তবে তোমার কিছুই হয় নি! প্রিয়ের প্রতি ভালবাসা বা মঙ্গল-বিহীন কর্ম্ম কখনই প্রেমের পরিচায়ক নয়।
প্রিয়তমের জন্য কিছু করে না অথচ খুব ভালবাসি – এ কথাও যা’, আর সোনার পিতলে ঘুঘুও তা-ই। স্বার্থবুদ্ধিই প্রায় উক্ত প্রকার ভালবাসে, তাই ঐ প্রকার নিষ্কাম ধর্ম্মাক্রান্ত ভালবাসা থেকে সাবধান হওয়া ভালো, নতুবা বিপদের সম্ভাবনাই অধিক। ভালবাস – অথচ সে তোমার উপর জোর বা আধিপত্য, শাসন, অপমান, অভিমান কিংবা, জিদ করলেই সুখ না-হয়ে বরং উল্টো হয়, বা মুছে যায় – আমি বলছি তুমি ঠকবে বা ঠকাবে নিশ্চয় — তা তুমি যতদিন এমনতর থাক। তাই সাবধান হও।
যদি এতটুকু লোকনিন্দা, উপহাস, স্বজনানুরক্তি, স্বার্থহানি, অনাদর, আত্ম বা পরগঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে, তবে তোমার প্রেম কতই লজ্জাকর, কতই ক্ষীণ – তা নয় কি? কামে গোপন আছে, কিন্তু ভালবাসায় ত’ উভয়ের ভিতর কিছুই গোপন থাকতে পারে না! একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য্য ও সার্থকতা।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র:সত্যানুসরণ

