সত্যানুসরণ
আত্মপ্রচার
যে নিজেকে প্রচার করে সে আত্মপ্রবঞ্চনা করে – আর যে সত্য বা আদর্শে মুগ্ধ হয়ে তার বিষয় বলে, সেই কিন্তু ঠিক ঠিক আত্মপ্রচার করে।
প্রকৃত সত্য-প্রচারকের অহঙ্কার তার আদর্শে আর ভণ্ড-প্রচারকের অহঙ্কার আত্মপ্রচারে।
যখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ কোন আপত্তি হচ্ছে না, মৌখিক এক একবার আপত্তি করছ বটে, মনে বিশেষ একটা-কিছু হচ্ছে না তখনই ঠিক জেনো অন্তরে চোরের মত হামবড়াই ঢুকেছে — তুমি যত শীঘ্র পার, সাবধান হও নতুবা নিশ্চয় অধঃপাতে যাবে।
প্রচারের অহঙ্কার প্রকৃত প্রচারের অন্তরায়।
তোমার ভিতরে যদি সত্য না থাকে, তবে হাজার বল, হাজার ভান কর, হাজার কায়দায়ই দেখাও তোমার চরিত্রে, তোমার মনে, তোমার বাক্যে তার জ্যোতিঃ কিছুতেই ফুটবে না। সূর্য্য যদি না থাকে, তবে বহু আলোও অন্ধকারকে একদম তাড়িয়ে দিতে পারে না।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র:সত্যানুসরণ (৩৭)

