Published By Subrata Halder, 02 June 2025, 11:28 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ভারতীয় সিনেমার সবচেয়ে আইকনিক ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একটি ধুম। ২০০৪ সালে শুরু হয়ে ২০০৬ ও ২০১৩ এই দুই সিক্যুয়েল মিলিয়ে দর্শকপ্রিয়তায় নতুন উচ্চতায় পৌঁছেছিল সিরিজটি। দীর্ঘ ১২ বছর পর আবার ফিরছে ধুম। প্রত্যাবর্তনে থাকছে ধুম ধাড়াক্কা আয়োজন।
যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া ও জনপ্রিয় লেখক শ্রীরাম রাঘবন ইতিমধ্যেই ধুম ৪ এর চিত্রনাট্য চূড়ান্ত করতে একসঙ্গে কাজ করছেন। বিশ্বস্ত সূত্রের খবর, ধুম ৪ এর জন্য এবার মূল চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। এই অভিনেতার অভিনয়ের মুন্সিয়ানার কথা মাথায় রেখেই সাজানো হচ্ছে চরিত্রটি।
বিশ্বমানের অ্যাকশন, আধুনিক ভিজ্যুয়াল স্টাইল এবং একেবারে ভিন্ন ধাঁচের গল্প দিয়ে সাজানো হবে নতুন ধুম । এটি হবে যশরাজের স্পাই ইউনিভার্স থেকে আলাদা। সিনেমাটির শুটিং শুরু হবে ২০২৬ সালের এপ্রিল থেকে। পরিচালক ‘ব্রহ্মাস্ত্র’-খ্যাত আয়ান মুখার্জি। জানা গেছে, ‘ওয়ার ২’ মুক্তির পরেই আয়ান ডুব দেবেন ‘ধুম ৪’-এর প্রি-প্রোডাকশনে।
২০২৬ সালের শেষ নাগাদ শুটিং শেষ করে ২০২৭ সালে মুক্তি পাবে ‘ধুম ৪’। জলদি হবে অন্যান্য শিল্পীদের নাম ঘোষণা।
এদিকে রণবীর কাপুর এখন ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা ভানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘রামায়ণ ২’ এর কাজ নিয়ে। এরপরই তিনি যুক্ত হবেন ‘ধুম ৪’-এর হাই-অকটেন বাইক হেইস্ট অভিযানে।
এছাড়াও রণবীরের ঝুলিতে আছে ব্রহ্মাস্ত্র ২ ও অ্যানিম্যাল পার্ক এর মতো বহু প্রতীক্ষিত প্রজেক্ট। সব মিলিয়ে রণবীরের ভক্তদের জন্য সামনে রয়েছে একাধিক চমক।