বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি বিএনপির

Published By Subrata Halder on 6th April 2025 at 08:59pm

বঙ্গবার্তা ব্যুরো,
এবার ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন চাইল বিএনপি।তাদের সেই দাবির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশ একমত হয়েছে। হেফাজতের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচনী রোডম্যাপের ঘোষণা করবেন,এটা বিএনপির জোরালো দাবি।
কদিন আগেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে ‘জনগণের মধ্যে জোরালো অসন্তোষ’ এবং দেশে অস্থিরতা তৈরি হবে বলে সতর্ক করেছিল বিএনপি। বিএনপি নেতা আবদুল মঈন খান জানান, কোনও কারণে ডিসেম্বরের পর চলে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে এবং অস্থিরতা হতে পারে।


যদিও আগেই নির্বাচন নিয়ে দুটি সম্ভাব্য সময় জানিয়ে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। মার্চের শেষেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন এবছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে। তাঁর কথায়, তাঁরা চান আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এবার ডিসেম্বরে নির্বাচন চেয়ে আন্দোলনে নামতে চায় খালেদা জিয়ার দল।তবে পথে নামার আগে ইউনূসের সঙ্গে শেষ বার আলোচনায় বসতে চায় বিএনপি নেতৃত্ব।