Published by Subrata Halder, 08 June 2025, 11:22 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইতালির রাজধানী রোমে বিশাল বিক্ষোভ সমাবেশে অংশ নিলেন বহু মানুষ। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৩ লাখ মানুষ।
সরকারবিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের সমালোচনা করা হয়।
এক পদযাত্রার আয়োজন করে বিরোধী দলগুলি। পদযাত্রা শুরু হয় পিয়াচা ভিতোরিও ইমানুয়েল দ্বিতীয় থেকে এবং শেষ হয় ঐতিহাসিক সান জোভান্নি ইন লাতেরানো গির্জার সামনে।
আয়োজকরা জানান, হাজার হাজার মানুষ যুদ্ধবিরোধী ব্যানার নিয়ে রোমের রাস্তায় নেমে আসেন।
পদযাত্রার শুরুতে একটি বড় ব্যানারে লেখা ছিল গাজা, হত্যাকাণ্ড বন্ধ করো। সহযোগিতার ইতি টানো।
বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তিনটি দলের শীর্ষ নেতারা মুভমেন্টো ৫ স্টেল্লে র জিউসেপ্পে কন্তে, ডেমোক্র্যাটিক পার্টির এলি স্কলাইন, এবং আলেয়ানজা ভার্দি সিনিসত্রার আঞ্জেলো বোনেল্লি ও নিকোলা ফ্রাতোইয়ান্নি।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে পিডি নেত্রী এলি স্কলাইন বলেন, এই সমাবেশ আমাদের স্পষ্ট বার্তা দেয় যে ফিলিস্তিনিদের গণহত্যা ও নেতানিয়াহুর সরকারের অপরাধের বিরুদ্ধে ইতালি চুপ করে থাকবে না। এটি এমন একটি ইতালি যা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় এবং এটিই আমাদের ইতালি।
এম৫এস নেতা জিউসেপ্পে কন্তে বলেন, এই সমাবেশ মানবতার পক্ষে। গত কুড়ি মাস ধরে চলছে একটি পরিকল্পিত নির্মূল অভিযান, কিন্তু ইতালির সরকার চোখ বুজে আছে বলে অভিযোগ বিক্ষোভ কারীদের।