বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
ম্যাঞ্চেস্টারে টসে হেরে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। ভারতীয় দলে তিন বদল করেছে ম্যানেজমেন্ট। করুণ নায়ারের পরিবর্তে দলে ঢুকলেন সাই সুদর্শন।লিডসে দুই ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় টেস্টে বাদ পড়েন। প্রথম টেস্টে তিনে নামেন সাই। ছয় নম্বরে খেলেন করুণ নায়ার। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে তিন নম্বরে ব্যাট করেন নায়ার। চোটের জন্য এই ম্যাচে পাওয়া যাবে না নীতীশ কুমার রেড্ডি এবং আকাশ দীপকে। তাঁদের বদলে সুযোগ পেলেন শার্দূল ঠাকুর এবং অংশুল কম্বোজকে।
বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে অভিষেক হল কম্বোজের। তাঁর হাতে ক্যাপ তুলে দেন দীপ দাশগুপ্ত। অথচ টেস্ট দলে তিনি ছিলেনই না। ভারত ‘এ’ দলে রাখা হয়েছিল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলার জন্য। খেলে দেশেও ফিরে গিয়েছিলেন কম্বোজ। তবে আকাশদীপ, অর্শদীপ সিংহ চোট পাওয়ায় ভারতের হাতে পেসার কম পড়ে যায়। তবে টেস্ট খেলা হর্ষিত রানা, মুকেশ কুমারের থাকলেও কম্বোজকেই ভারত থেকে ডেকে পাঠানো হয়।
গত মরশুমের বিজয় হাজারে ট্রফিতে ১০টি ম্যাচে ১৭ উইকেট নেন কম্বোজ। প্রথম বার ট্রফি জেতে হরিয়ানা। এর আগেই আইপিএলে অভিষেক। মুম্বইয়ের হয়ে তিনটি ম্যাচ খেলেন। এ বার ৩.৪ কোটি টাকায় তাঁকে কিনেছিল চেন্নাই। ১১টি ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন কম্বোজ। এবার ভারতের হয়ে খেলার সুযোগ পেলেন।
ভারতের প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অংশুল কম্বোজ, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

